Posts

টাঙ্গুয়া,নীলাদ্রিলেক,শিমুল বাগান ভ্রমন গাইড লাইন

Image
জলপরী নৌপরিবহন সুনামগঞ্জের  টাঙ্গুয়া, নীলাদ্রি, শিমুল বাগান মনকারার মত এই তিনটি স্থান  ঘুরে আসুন নৌ পথে খুব কম খরচে। কিভাবে আসবেন  কোথায় আসবেন কিভাবে কি করবেন ভাবচেন।চিন্তা করবেন  না  খুব সহজে নিয়ে নিন গাইড টি, যে যেখান থেকেই আসুন না কেন প্রথমে সুনামগঞ্জ  এসে গাড়ি থেকে নেমে  সুনামগঞ  ব্রিজের  উপর তাহিরপুরের সিএনজি, মটর সাইকেল পাওয়া যায়। যার যেভাবে ভাল লাগে সেভাবেই  আসতে পারেন।  সিএনজি  মোটরসাইকেলে উঠে ড্রাইভারকে  বললেই হবে তাহিরপুর ট্রলারঘাটে নিয়ে যেতে৷ তারা  ট্রলার ঘাটে নিয়ে যাবে ওইকানে  ট্রলারে উঠে নিজের পছন্দের খাবার খুব কম খম খরচে কিনে নৌকায়  রান্না করার  ব্যবস্থা আছে। থাকার ও সুব্যবস্থা  আছে  এক নৌকায় ২০ জন থাকার মত। তবে ১৫ জন হলে খুব ভাল হয়। মন খারাপ থাকলে অবশ্যই এই স্থান গুলো দেখলে মন ভরে যাবে। বিস্তারিত জানতে নিচের নাম্বার এ কল করতে পারেন  880 1718-363016 +880 1921-064174